• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধা কবর থেকে একরাতে ৬ মরদেহ চুরি!

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে একরাতে দুটি কবরস্থানের ছয়টি কবর খুঁড়ে মরদেহ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একেবারে নতুন বা পুরনো কবর নয়, কেবল তিন থেকে চার মাস আগে মারা যাওয়া বয়স্ক মানুষদের দেওয়া কবর থেকেই এ মৃতদেহগুলো চুরি করা হয়েছে।

গত সপ্তাহের কোনো এক রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের একটি পরিবারের দুটি কবরস্থানে এ চুরির ঘটনা ঘটলেও বিষয়টি স্বজনদের নজরে আসে গত শুক্রবার বিকালে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের আকন্দ পরিবারের দুটি কবরস্থানে সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা ছয়টি কবর খুঁড়ে মরদেহগুলো চুরি করে নিয়ে যায়।

গত শুক্রবার বিকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশঝাড়ের মধ্যে দেওয়া চার মাস আগে মৃত শুকুর আলী আকন্দ নামের এক বৃদ্ধের কবর খোঁড়া অবস্থায় প্রথম দেখতে পান তার স্বজনরা। তারপর একে একে এফাজ আকন্দ ও তার স্ত্রী নেছারন, জামিলা বেগম, নইতন নেছা ও হাজরা বেগম নামের পাঁচ মৃত ব্যক্তির কবর খুঁড়ে মরদেহ বের করে নেওয়ার আলামত দেখতে পান তারা।

ছয়ঘরিয়া আকন্দপাড়ার বাসিন্দা মৃত জামিলা বেগমের ছেলে আব্দুল লতিফ আকন্দ বলেন, তার মাসহ ছয়জনই তিন থেকে চার মাস আগে মারা গেছেন। সেখানে আরও পুরনো এবং সাম্প্রতিক বেশ কিছু কবর থাকলেও সেগুলো খোঁড়া হয়নি বা মৃতদেহ চুরি করা হয়নি। চুরির পর মাটি দিয়ে ঢেকে রাখলেও আমরা পুনরায় সম্পূর্ণ কবর খুঁড়ে মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি।

ঘটনার শিকার মৃত শুকুর আকন্দের ছেলে মাওলানা আব্দুল আউয়াল জানান, এ ঘটনায় শঙ্কিত থাকলেও তারা এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি।

এ ঘটনায় আশপাশের অন্যান্য কবরস্থানেও একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন এলাকার লোকজন।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান কবর খুঁড়ে মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ