• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

পাকিস্তানে ৫ দশমিক ৭৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানে ৫ দশমিক ৭৫ মাত্রার মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ২৮ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দেশটির পাঞ্চাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এক বিবৃতিতে ভূমিকম্প আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার লাহোরসহ পাঞ্জাবের সব জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

পিডিএমএর মুখপাত্র মাজহার হুসাইন বলেছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭৫। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ডিজি খান এলাকা। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠা সব ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

পাকিস্তানের আবহাওয়া ব্ভিাগ (পিএমডি) বলেছে, বুধবার সকাল ৭টা ২৮ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প পরবর্তী আফটারশকের বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

সূত্র: ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ