• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

তিনজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে ফিরিয়ে দিয়েছে আসাম পুলিশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

তিনজন নারী ও পুরুষকে বাংলাদেশি হিসেবে শনাক্তের পর তাদেরকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ তাদের বাংলাদেশে পুশব্যাক করে।

ফেরত পাঠানো তিনজন বাংলাদেশির মধ্যে দুজন নারী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে আসাম পুলিশ তিনজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে এবং ভোরবেলা তাদের দেশে (বাংলাদেশে) ফিরিয়ে দিয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- সুমন হোসেন, সুহানা খাতুন ও ইভা আক্তার।

ইন্ডিয়া টুডে এনই বলছে, এর আগে গত ৯ সেপ্টেম্বর আসাম পুলিশ রাজ্যটির করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। এছাড়া এই ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিরোধ করতে নজরদারিও অব্যাহত রাখে তারা।

সেই দুই অনুপ্রবেশকারীকে শাহাদাত হুসেন এবং প্রিয়াঙ্কা গাইন হিসেবে শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই দুজনকেও আটক করে সফলভাবে সীমান্তের ওপারে (বাংলাদেশে) ঠেলে দেয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলছে।

এর আগে গত সপ্তাহেও একইভাবে আসাম পুলিশ কয়েকজন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার এবং ভোরবেলা তাদের পুশব্যাক করেছিল। তারা হলেন- আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি ও লখিপুর আক্তার।

ইন্ডিয়া টুডে এনই তার প্রতিবেদনে দাবি করেছে, করিমগঞ্জ পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে আসামে অবৈধভাবে প্রবেশের চেষ্টারত তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিতাড়িত করেছে। মো. জুবায়ের শেখ, জুয়েল শেখ এবং রুমা খাতুন নামে চিহ্নিত ওই ব্যক্তিদের আটকের পর গত ২৮ আগস্ট সীমান্তের ওপারে (বাংলাদেশে) ঠেলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ