• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে আর্ন্তজাতিক স্বীকৃতি দেওয়ায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ মিছিল

আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

জেলা প্রতিনিধি (ভোলা)॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারনেশনাল রেজিস্টার”  -এ অন্তর্ভুক্তির মাধ্যমে “ বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে  স্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভোলা জেলা প্রশাসন।
শনিবার সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসনের উদ্যেগে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে একটি আনন্দ শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি সরকারি স্কুলের মাঠ থেকে বের হয়ে কালিনাথ বাজার, মহাজন পট্টি, সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে পুনরায় সরকারি স্কুল মাঠে এসে শেষ হয়।
এসময় জেলা প্রশাসনের আয়োজনে  ভোলা সরকারি স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে  এসময়  ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা  আওয়ামীলীগের সাধানর সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাহমুদুর রহমান, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, জেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান শাফিয়া খাতুন,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল  ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসা মৃধা মজাহিদুল ইসলাম,  জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম নকিব, যুগ্ম-সম্পাদক এনামল হক আরজু, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক  মো: শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিবউল্লাহ নাজু, সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, জেলা শ্রমিকলীগ সম্পাদক শাহে আলম, যগ্ম-সম্পাদক নাছির উদ্দিন, জেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক আবু ছায়েম সহ ভোলা জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ, জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা সহ জন সাধারন উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভোলার স্থানীয় শিল্পিরা নাচ,গান ও দেশাত্বক বোধক সংগীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ