• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান চীনের

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

এবার নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলে নিযুক্ত চীনা দূতাবাস এক বিবৃতিতে ইসরায়েলে তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে বা নিরাপদ এলাকায় স্থানান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছে। খবর আল জাজিরার।

এর আগে গত মাসে ইসরায়েলি হামলায় এক শীর্ষ হামাস নেতা নিহত হওয়ার পর চীন নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছিল।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয়। গত কয়েকদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে। অপরদিকে হিজবুল্লাহও পাল্টা রকেট হামলা চালাচ্ছে।

নাগরিকদের সতর্ক করে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েল এবং লেবানন সীমান্তের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সেখানে ঘন ঘন সামরিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এখন গুরুতর, জটিল এবং অপ্রত্যাশিত হয়ে উঠেছে।

এর আগে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানানো হয়। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং বৈরুতসহ লেবাননজুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছে।

বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে তবে সংখ্যা কিছুটা কম। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে। সেকারণে যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ