• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রভাষক খোরশেদ আলম ভিপিকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্ঘলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা গতকাল শনিবার সকালে নিশ্চিত করেন।
দলীয় ও স্থানীয় সুত্র জানায়, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ গ্রুপ সমর্থিত পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রমজান আলী গত বুধবার রাতে উপজেলা চত্বরে কথা কাটাকাটির এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. মুরাদ হাসান সমর্থিত চাঁন মিয়াকে মারধর করেন। এ সময় চাঁন মিয়ার ছোটভাই পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান ঘটনাস্থলে এগিয়ে গেলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়। এ ঘটনার জের ধরে অধ্যক্ষ আব্দুর রশিদ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক খোরশেদ আলম ভিপির নেতৃত্বে ২৫-৩০ জনের একটি গ্রুপ উপজেলা পরিষদ সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ও প্রতিমন্ত্রী মির্জা আজমের ছবি সম্বলিত কয়েকটি ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে।
পরে বিষয়টি দলের হাই কমান্ডে জানানোর পর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে উপজেলা আওয়ামী লীগ প্রভাষক খোরশেদ আলমকে দলীয় পদ থেকে দ্বিতীয় বারের মতো বহিষ্কার করে। উল্লেখ্য, পিংনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়কে মারধর করায় ইতোপূর্বেও দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. মুরাদ হাসান বলেন, ‘আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় খোরশেদ আলমকে সাময়িক বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ