• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় গতকাল শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ, প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা এমএ লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, জেলা জাসদের (আম্বিয়া) সভাপতি মুক্তিযোদ্ধা এমএল ফারুক প্র্রমুখ।
পরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ