• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

মাদক সহ দুই চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীতে হুইস্কি ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ইমরান হোসেন রাজ ও মো. বশির। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল হুইস্কি, ৪৯ ক্যান বিয়ার ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। ডিএমপি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে নিউমার্কেট থানার নিউমার্কেট ক্রসিংয়ে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চেকপোস্ট ডিউটি করছিল পুলিশ। ভোরের দিকে নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেট বণিক সমিতির সামনে একটি স্কুটিকে সন্দেহ হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে না থেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ভোর সোয়া চারটার দিকে নিউমার্কেটের নীলক্ষেত এলাকা থেকে স্কুটি থামানো হয়। পরে সেটিতে তল্লালি চালিয়ে দুই বোতল হুইস্কি ও ৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা মাদকগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ