ঘরের মাঠে চির-চেনা পারফরম্যান্স উপহার দিলো রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ম্যাচজুড়ে দাপট দেখাল স্বাগতিকেরা। তুলে নিয়েছে কাঙ্ক্ষিত জয়। উঠে এলো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সব মিলিয়ে স্বস্তি নিয়েই বছর শেষ করল লস ব্লাঙ্কোজরা। রোববার লা লিগায় সেভিয়ার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এই ম্যাচে ৪-২ গোলে সেভিয়াকে হারিয়েছে স্বাগতিকেরা।
এই জয়ে বার্সাকে হটিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠল কার্লো আনচেলত্তির দল। ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৪০। ১৯ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। আর শীর্ষে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ১৮ ম্যাচে ৪১।
রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় প্রথম ১০ মিনিটেই। রদ্রিগোর পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন কিলিয়ান এমবাপ্পে। ৭ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে বল উড়িয়ে মেরে সেই সুযোগ হাতছাড়া করেন।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ২০তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে বল জালে পাঠান উরুগুয়ের তারকা।
৩ মিনিট পর অল্পের জন্য গোল পাননি রদ্রিগো। তবে ৩৪তম মিনিটে ঠিকই জালের দেখা পান তিনি। ভাসকেসের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন ২৩ বছর বয়সী ফুটবলার। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ৩-০ গোলে।
পরের মিনিটেই একটি গোল শোধ করে দেয় সেভিয়া। ডান দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে অনেকটা লাফিয়ে হেডে জালে পাঠান রোমেরো। এরপর ভাসকেসের শট প্রতিহত হলে ৩-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৫৩ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ব্রাহিম দিয়াজ। ভাসকেসের পাস পেয়ে এমবাপ্পে বল বাড়ান ব্রাহিমকে। গোলরক্ষককে পরাস্ত করতে সময় নেননি তিনি। ম্যাচের বাকি সময়েও একের পর এক আক্রমণ করে যায় রিয়াল। তবে তাতে গোল আসেনি।
মাঝে ৮৫তম মিনিটে ব্যবধান কমান লুকবাকিও। সতীর্থের পাস ধরে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। তাতে অবশ্য রিয়ালের জয়ে কোনো সমস্যা হয়নি।