• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

‘আবেগাপ্লুত’ খালেদা জিয়া, নেতাদের যে বার্তা দিলেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে ‘আবেগাপ্লুত’ বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যাবে না, এবং কখনো যাবে না। আমাদের অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরকে সহযোগিতা করতে হবে।

সোমবার (৩১ মার্চ) রাতে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই বার্তা দেন সাবেক এই প্রধানমন্ত্রী।

গত কয়েক বছরে ঈদের দিনে শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন, কিন্তু এবার তিনি স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি দলের ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠন নেতাদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিন পর এমন এক ফ্রেমে সবাইকে একত্রে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে উপস্থিত সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়াকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। খালেদা জিয়া দেশবাসীকে ব্যক্তিগতভাবে ঈদের শুভেচ্ছা জানান এবং নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন।’

তিনি আরও বলেন, ‘দেশবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ