খাইরুল ইসলাম, কামারখন্দ, প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নয়াচালা গ্রামে মোছা: রিজমী নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে চাচা শ্বশুরের বাড়িতে
প্রেম করে বিয়ে করা মোছা. রিজমী (২৫) খাতুন ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারিকুল ইসলাম শুভ ও রিজমীর প্রেমের সম্পর্ক ছিল। সমাজের বাধা পেরিয়ে দুজন বিয়ে করেন। কিন্তু এই সম্পর্ক সহজভাবে নিতে পারেননি শুভর বাবা-মা। শ্বশুরবাড়ির চাপের মধ্যেই চলছিল রিজমীর সংসার। এরপর রিজমীর স্বামী শুভ আরও একটি প্রেম করে দ্বিতীয় বিয়ে করেন। এ খবর জানার পর চরম হতাশায় ভেঙে পড়েন রিজমী। চাচা শ্বশুর আব্দুল মজিদ মাস্টারের বাড়িতে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল লতিফ বলেন, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।