• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

আজ আরও ২০০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন ইসরায়েলের কারাগার থেকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

যুদ্ধবিরতির পর ইসরায়েলের কারাগার থেকে দ্বিতীয়বারের বন্দিবিনিময় হিসেবে আজ (২৫ জানুয়ারি) আরও ২০০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন। তাদের বিনিময়ে আজ গাজা উপত্যকায় বন্দি চারজন ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এর আগে গত রোববার যুদ্ধবিরতির প্রথম দিন তিনজন ইসরায়েলি বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৯০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি দেওয়া হচ্ছে এমন চারজন নারী ইসরায়েলি সেনা সদস্যের নাম শুক্রবার প্রকাশ করে হামাস। তারা হলেন—করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নাআমা লেভি এবং লিরি আলবাগ। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় তারা সবাই গাজার সীমানায় একটি পর্যবেক্ষণ পোস্টে অবস্থান করছিলেন এবং ওই দিনই তাদের বন্দি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা।

হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিস জানিয়েছে, বন্দিবিনিময়ের অংশ হিসেবে শনিবার ইসরায়েলের কারাগার থেকে ২০০ বন্দিকে মুক্তি দেয়া হবে। তাদের মধ্যে ১২০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৮০ জন দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার সেনারা।

ইসরায়েলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বর্বর হামলা শেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ