সিলেট সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ, ঔষধ, ও নিষিদ্ধ সেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ ১ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
বিজিবি অধিনায়ক জানান, রোববার ভোররাতে সুনামগঞ্জের বাংলাবাজার, সিলেটের তামাবিল সংগ্রাম বিওপিসহ একাধিক টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মদ, ঔষধ, সেখ নাসির উদ্দিন বিড়ি, থ্রী পিস, গবাদি পশু (মহিষ), চিনি, চকলেট, কমলা, ফুচকা, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, অলিভ অয়েল জব্দ করা হয়। এছাড়া এসব মালামাল পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, ট্রাকসহ জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৫শ টাকা।