• মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

ইসরাইল চুক্তি লঙ্ঘন’ করতে দেবে না মিশরকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ইসরাইল মিশরকে দুদেশের মধ্যে ১৯৭৯ সালে স্বাক্ষরিত হওয়া ‘শান্তি চুক্তি লঙ্ঘন’ করতে দেবে না। সোমবার (৩ মার্চ) সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কাটজ এই মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

এ সময় তিনি মিশরকে ‘বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী আরব দেশ’ হিসেবে অভিহিত করেন। কাটজ বলেন, শান্তি চুক্তি ‘মিশরকে যুদ্ধের চক্র থেকে বের করে এনেছে’। এটি ইতিহাসের চেহারা এবং ইসরাইল রাষ্ট্রের পরিস্থিতি বদলে দিয়েছে।

তবে তিনি উল্লেখ করেছেন, ‘আমরা তাদের (মিশরীয়দের) শান্তি চুক্তি লঙ্ঘন করতে দেব না। আমরা তাদের অবকাঠামো লঙ্ঘন করতে দেব না। আমরা এটি মোকাবেলা করছি, চুক্তিটি এখনো বিদ্যমান। কাটজের এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি মিশর।

প্রতিবেদন বলা হয়েছে, অনলাইনে ‘গুজব’ ছড়িয়ে পড়েছে যে, শান্তি চুক্তি সত্ত্বেও মিশরীয় সেনাবাহিনী অপ্রত্যাশিতভাবে ইসরাইলের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এতে আরও বলা হয়েছে, এসব ‘গুজব’ অনেক ইসরাইলিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

গত রোববার ডানপন্থি দল ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান পরামর্শ দিয়েছেন, ‘গাজার বেশিরভাগ ফিলিস্তিনিদের সিনাইতে স্থানান্তর করা একটি বাস্তব এবং কার্যকর সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ