মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩ মার্চ) রাতে জেনেভা ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-২ এর মিডিয়া বিভাগ।
র্যাব-২ জানিয়েছে, জেনেভা ক্যাম্পের সংলগ্ন এলাকা থেকে মাদককারবারি মো. ইউসুফ আলী ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।