মেহেরপুরে মুজিবনগর ও গাংনী উপজেলায় ইটভাটা মালিক সমিতির উদ্যোগে ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা এবং ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মুজিবনগর ও গাংনী উপজেলা চত্বরে মানববন্ধন ও ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় মুজিবনগর ও গাংনী উপজেলার ইটভাটা মালিক, সভাপতি, কর্মচারী ও মালিক সমিতির সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাদের মূল দাবি হলো মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়ন নেবার বিধান বাতিল এবং ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা।