• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

রামগঞ্জ স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত

আপডেটঃ : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার আউগানখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল শনিবার স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে ২০০ ভোটারের বেলা ৪টা পর্যন্ত ভোট চলে। এতে তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে। সর্বমোট ১১ জন প্রার্থী এই প্রতিন্ধিতায় অংশগ্রহন করে। তাদের মাঝে ৭জনকে নির্বাচিত করা হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী বিদ্যালয়ের ম্যানেজিং নেতৃবৃন্দ তাদের পদ বন্টন করে দেয়। প্রধান শিক্ষক সাজেদা বেগম, সহকারী শিক্ষক বিউটি রাণী পাল, স্মিতি দে, শিউলী বর্ধন, পার্মিতা নন্দি, দীপা মজুমদার  তন্দ্রা মজুমদার, পর্যবেক্ষনের দায়িত্বে ছিলেন সাংবাদিক মোঃ কবির ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য সুমন হোসেন প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম জানান, সুষ্ঠ, অবাদ ও নিরাপেক্ষ নির্বাচন হচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের মাঝে গণতন্ত্র চর্চা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ