উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার এক যোগে উপজেলার ২শ ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশে অন্যান্য নির্বাচনের মত এ নির্বাচনে শিশু শিক্ষার্থীরা নির্বাচন পরিচালনা করে। উল্লাপাড়া পৌর শহরের উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে জানহৃদ নাহিয়ান নীল দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছে। সে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলামের মেয়ে। নীল উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির একজন শিক্ষার্থী। সে ৩শ ১৩ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়। ছোট বেলা থেকেই শিশুদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলা, গণতন্ত্রের চর্চার লক্ষেই সরকার বিগত কয়েক বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন কার্যক্রম পরিচালনা করে আসছে।