পাবনা প্রতিনিধি॥
পাবনায় ১২৭ বর্ষী ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ফেব্র“য়ারি মাসব্যাপী বইমেলা ও পুস্তক প্রদর্শনী শুরু হচ্ছে আজ ১ ফেব্র“য়ারি থেকে। পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন প্রাঙ্গনে মাসব্যাপী বইমেলা ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী চলবে।
বইমেলা সফল করতে সাংবাদিকসহ পাবনাবাসী সকলের সহযোগিতার আহবান জানিয়ে মঙ্গলবার রাতে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বইমেলা উদযাপন পরিষদ সাংবাদিক সম্মেলন করেছে। বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতিন খান, বইমেলা উৎযাপন পরিষদের সম্পাদক এ্যাড. আব্দুল হান্নান। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২০ মিনিটে পুস্তক প্রদর্শনী ও সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বইমেলার উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে বইমেলা ও পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অতিথি থাকবেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। সভাপতিত্ব করবেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি, স্কয়ার ফুড এন্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক, মাছরাঙ্গা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু।
ফেব্র“য়ারি মাসের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। বইমেলা অঙ্গনে প্রতিদিন আলোচনা, সঙ্গীত, নৃত্য, নাটক,আবৃত্তি,সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের বইমেলায় ৩২ টি বইয়ের স্টল থাকবে। রাজধানী ঢাকার বাইরে জেলা শহরে দেশের দ্বিতীয় বৃহত্তম মাসব্যাপী বইমেলা একমাত্র পাবনাতে অনুষ্ঠিত হয়।