উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরকে যানজটমুক্ত রাখতে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম শহরে ঝটিকা অভিযান পরিচালনা করেন। পৌর শহরের ওভারব্রীজ এলাকা থেকে থানা মোড়, থানামোড় থেকে পুরাতন বাসষ্ট্যান্ড, গুলিস্থান থেকে ওভারব্রীজ, টিনপট্টি ও কাচা বাজার গলি হতে কামিল মাদরাসার গেট পর্যন্ত সড়কে অবৈধ ভাবে অস্থায়ী প্রায় শতাধিক দোকানপাট গড়ে ওঠায় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পথচারীদের চলাচলের সুবিধার্থে এ সড়ক গুলোতে অস্থায়ী ভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ সময় পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম বলেন, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন সড়কে কোন অবস্থাতেই দোকানপাট গড়তে দেয়া হবে না। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি পৌরবাসীদের সহযোগিতা কামনা করেন। পৌর শহরকে সকলের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ সময় পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।