রংপুর অফিস॥
রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টুকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সাবেক মেয়র ঝন্টুকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, ‘অসুস্থ ঝন্টুকে কিছুক্ষণের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। পরে ‘অসুস্থ ঝন্টুকে ঢাকায় ল্যাব্রেটারীতে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ঝন্টুর স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে গুপ্তাপাড়ার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঝন্টুকে সেন্ট্লা হাসপাতালে ভর্তি করা হয়।
সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. সালেহ আহমেদ জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিতে বলা হয়েছে।