• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

কমলগঞ্জে পতনঊষার প্রবাসী কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পতনঊষার প্রবাসী কল্যাণ পরিষদ মিডিলিষ্ট এর উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় শ্রীরামপুর হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল।
পতনঊষার প্রবাসী কল্যাণ পরিষদ মিডিলিষ্ট এর প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী নাজমুল ইসলাম ইমনের সভাপতিত্বে ও হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, আব্দুস সুবহান চৌধুরী বাবু, মো: সায়েক খান, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মন্নান মনোয়ার, সহ সভাপতি মো: ছকির মিয়া, তরুণ সমাজকর্মী মিজানুর রহমান মিষ্টার, পতনউষার প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো: সালাউদ্দিন, সহ সভাপতি জামাল আহমদ, সদস্য রুহুল আমিন লিমন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী, কমলগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, সরকারের পাশাপাশি হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি পতনঊষার প্রবাসী কল্যাণ পরিষদ মিডিলিষ্ট এর অসহায় লোকদের পাশে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ