• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ট্রেন নছিমন সংর্ঘষ, নিহত ১

আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের সাথে নছিমনের মুখোমুখি সংর্ঘষ হওয়ার ঘটনা ঘটেছে। এতে বঙ্গবন্ধু সেতু গামী লোকাল ট্রেন ধলেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যূত হয়। এ ঘটনায় মমিন মিয়া (২৫) নামের একজন নিহত হয়েছে। নিহতের বাড়ী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মমিনপুর গ্রামে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস  উপজেলার ফুলবাড়িয়া এলাকায় আসছিলো। এসময় একটি যাত্রীবাহী নছিমন লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেল লাইনে আটকা পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী আছমা আক্তার, রাজু মিয়া জানান, হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। অনেকেই ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। পরে একটু সামনে গিয়ে দেখি একটি নছিমনগাড়ি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে মুচরে গেছে। ঘটনা স্থলে একজনের মৃত দেহ পড়ে রয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ের স্টেশন মাষ্টার আল জাহিদ নোমান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যমুনাসেতু গামী যাত্রীবাহি ৪২০ কিঃ এর ৪/৫ এর ধলেশ্বরী ট্রেনটি বাউসি ফুলবাড়ীয়া এলাকায় দূর্ঘটনা কবলিত হয়।
এ ব্যাপারে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, ট্রেনটি কেন্দুয়া বাজার স্টেশন থেকে বেলা ১টা ৫৫ মিনিটে ছেড়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের একটি বগি লাইনচ্যূত হয়েছে। আমরা ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন চেয়েছি। রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ