• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

জামায়াত আমিরসহ আটক-২ জেলা বিএনপির সভাপতিসহ ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেটঃ : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার পরিকল্পনা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ১২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা করেছে। সোমবার রাতে থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলাটি (নম্বর ৫) দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক পৌর মেয়র একেএম ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানি মিলন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিপ্পন মিয়াসহ ১৩ জন নেতাকর্মীকে এজাহারভূক্ত ও অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি করা হয়। ওই রাতেই পুলিশ বিশেষ অভিযান উপজেলা জামায়াতের আমির মাসুদ রানা দুলাল ও পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসান মিয়াকে আটক করে।
মামলার বাদি এসআই হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলায় এ মামলা করা হয়েছে। আটকৃত দুইজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলাটি মিথ্যা ও হয়রানীমুলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ