সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনে বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ১৬ নং পশ্চিম বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়নের চার বারের নির্বাচিত ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সামস উদ্দিন সামস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক নুরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা রমিছ উ্িদ্দন তারা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমুখ ।