• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

বাগেরহাটে ধান ক্ষেতে ডাল পুঁতা (পার্চিং) কর্মসুচীর উদ্বোধন

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি ॥
বাগেরহাটের রামপালে ধান খেতে ডাল পুঁতা (পার্চিং) কর্মসুচী শুরু হয়েছে। রামপাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার সকালে কুমলাই এলাকার ধান ক্ষেতে ডাল পুঁতে কর্মসুচীর উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্তি পরিচালক কৃষিবীদ নিত্য রঞ্জন বিশ্বাস। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাগেরহাটের উপ-পরিচলক কৃষিবীদ মোঃ আফতাব উদ্দিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোহন কুমার ঘোষ, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, বিষ্ণুপদ দত্ত, বিবেকানন্দ পাল, কৃষক আব্দুর রহমান, নিজাম মোল্লা, বিধান চন্দ্র পাল প্রমুখ।বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কৃষি খাতে উন্নয়নের জন্য ধান খেতে ডাল পুঁতা (পার্চিং) একটি অন্যতম পদক্ষেপ। ধান ক্ষেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করে দিলে ৩ বারের জায়গায় মাত্র ১ বার কীটনাশক ব্যবহার করলেই চলে। এতে একদিকে যেমন খরচ কমে অন্যদিকে পরিবেশ দুষন রোধ হয়।কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে রামপাল উপজেলার ৫ হাজার হেক্টর বোরো ক্ষেতে ডাল পুঁতা (পার্চিং) হবে। পরে অতিথিবৃন্দ গুটি ইউরিয়ার ব্যবহার হাত জাল দিয়ে ক্ষতিকারক পোকা ধরার উপর কৃষকদের হাতে কলমে প্রশিক্ষন প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ