কালিগঞ্জ প্রতিনিধি॥
কালিগঞ্জ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের ডাটা এন্ট্রি অফিসার আব্দুল হাকিমকে সুবর্ণ নাগরিক উন্নয়ণ প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের সুবর্ণ নাগরিক সংস্থার নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠনে সুবর্ণ নাগরিক সংস্থার সভাপতি প্রতিবন্ধী আব্দুস ছামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান,কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান আব্দুস সোবহান,উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী মীর তহিদুল ইসলাম,আব্দুস ছালাম,কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সংযোগের সাংবাদিক এস কে ফেরদৌস ও আরিফ সহ সুবর্ণ নাগরিক সংস্থার কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।