ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলার আসামিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত থেকে (১ ফের্রুয়ারী) ভোর পর্যন্ত ধামরাই উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়।
আটক কৃতরা হল ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ মোতালেব হোসেন (৩২), সে নাশকতার মামলার আসামি এবং উপজেলার একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোঃ জিল্লু রহমান ওরফে জুলহাসের ছেলে মোঃ সবুজ হোসেন (২২) বিএনপির কর্মী কে গ্রেফতার করা হয়েছে।
এই বিষয়ে ধামরাই থানার আফিসার ইনচার্জ শেখ মোঃ রিজাউল হক দিপু এই আটকের তথ্য নিশ্চিত করেছে বলে জানান। এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) ভজন রায় বলেন আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।