চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে ১জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ১২টায় থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে ঐ গ্রামের আনারুল ইসলামের ছেলে জাহির উদ্দিন(২৮) কে সুরানপুর বাজার হতে গাঁজা সেবন ও ১পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইমরুল কায়েশ গ্রেফতারকৃত আসামী আনারুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম ১মাসের সাজা প্রদাণ করে।
ছবিক্যাপশন-ভোলাহাটে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের সাজাপ্রাপ্ত আসামী জাহির (২৮)