সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার সকালে উপজেলার আরামনগর বাজার বিএনপির দলীয় কার্যালয়ের এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি চান মিয়া চানুর সভাপতিত্বে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। এ সময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল আওয়াল, পোঘলদিঘা ইউনিয়ন বিএনপি’র আহব্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, পৌর বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল আলম, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোরশেদুল আলম, উপজেলা ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলীম, পৌর যুবদলের সাধারন সম্পাদক মোশারফ হোসেন, পৌর ছাত্র দলের সাধারন সম্পাদক আরিফ হোসেন ও নিপ্পন মিয়া প্রমুখ।