সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে যমুনা নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্র ছায়ায় মাসের পর মাস উপজেলার যমুনা নদীর একাধিক স্থান থেকে ড্রেজার দিয়ে চলছে অবাধে বালু উত্তোলন। এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের কবলে পড়ে অনেকেই হচ্ছেন ভূমিহীন। এ অবস্থায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করলেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস। উপজেলার চর পোগলদিঘা গ্রামে রোববার দুপুরে এ বালু উত্তোলন বন্ধ করেন তিনি।
জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ দল অবৈধভাবে চর পোগলদিঘা গ্রামে মিমকো জুট মিল সংলগ্ন যমুনা নদীর একাধিক স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। ফলে নদী তীরবর্তী ফসলী জমি ও ঘড় বাড়ী ভাঙ্গনের কবলে পড়তে থাকে। এসময় এলাকাবাসীর অভিযোগে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন রোববার দুপুরে বালু উত্তোলন বন্ধ করে দেন।
এ ব্যাপারে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস বলেন, অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে সেটা বন্ধ করে দিয়েছি। এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙ্গনের কবলে পড়েছে ঘর-বাড়ী, শিপ্লপ্রতিষ্ঠান, মসজিদ ও যমুনা নদীর তীর রক্ষা বাধ।