টাঙ্গাইল প্রতিনিধি॥
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রত্যাখ্যান করে টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার(১০ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে পুলিশ বেস্টনীর মধ্যে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিপুল সংখ্যক পুলিশ জেলা বিএনপি কার্যালয় ঘিরে রাখে। সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুসেতু বন্ধ করে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সকল যোগাযোগ বন্ধ করার হুশিয়ারি দেন।