• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

সোয়া চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে ৭ টি প্রাথমিক বিদ্যালয় ভবন

আপডেটঃ : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৮শ ৩ টাকা ব্যায়ে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের আধুনিক নতুন ভবণ নির্মাণ হয়েছে। উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এল জি ই ডি) থেকে ভবণগুলো নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় ভবন ৭ টি হলো- উপজেলা পরিষদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝিকিড়া বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভেটুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুঠিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিণচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চরমোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ৯৭ লাখ টাকা ব্যয়ে  ভেটুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে আজ সোমবার বেলা ১১ টায় ৮২ লাখ ৬৫ হাজার ৬শ ৭ টাকা ব্যয়ে নির্মিত ঝিকিড়া বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩২ লাখ ৩১ হাজার ৪শ ৭ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদ সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ। আগামী কাল মঙ্গলবার ভেটুয়াকান্দি, পুঠিয়া, পশ্চিম কৃষ্ণপুর ও হরিণ চড়া প্রাথমিক বিদ্যালয় ৪ টির নতুন ভবন উদ্বোধন করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ