বাগেরহাট প্রতিনিধি॥
সরকার যদি দলের চেয়ারপারসন কে অবিলম্বে মুক্তি না দেয় আমরা অবস্থান কর্মসূচী করবো, প্রয়োজন হলে আমরা অনশন ধর্মঘট করবো।মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি এম এ ছালাম সোমবার সকালে মানব বন্ধনে এ কথা বলেছেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বাগেরহাটে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সরুই এলাকায় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে। কঠোর পুলিশি প্রহরায় এ মানববন্ধন কর্মসূচিতে বিএনপি সহ, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, এসময় অন্যান্যেও মধ্যে উপস্থি ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, যুবদল নেতা আয়ুব আলী মোল্লা বাবু, জাহিদুল ইসলাম শান্ত ও জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী প্রমূখ। বক্তারা বলেন, নির্বাচন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরিয়ে রাখতে সরকার মিথ্যা মামলায় সাজা দিয়েছে।