বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের সীমান্তের পিরোজপুরের নেছারাবাদ মিয়ারহাট থেকে মোংলা কোস্ট গার্ড ৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে । ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ এই প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি কন্টিনজেন্ট নেছারাবাদে একটি টহল দল ও মিয়ারহাট বাজারের মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে ব্যাবহার নিষিদ্ধ বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করে। এর মধ্যে ২০ লক্ষ মিটার চরঘেরা জাল, ১০ লক্ষ মিটার সিমফ্রাই জাল, ৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল রয়েছে। জব্দকৃত ৩৫ লক্ষ মিটার কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড সদস্যরা। তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যাবস্থ গ্রহনের জন্য জব্দকরা জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।