চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
বর্ণাঢ্য আয়োজনে উৎসবমূখর পরিবেশে বুধবার থেকে দুই দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে বিজ্ঞান উৎসব। আকিমুদ্দিন গ্রন্থাগারের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে চরমোহনপুর উচ্চ বিদ্যালয়। এতে বিভিন্ন উপজেলার ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৫১টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়ে অংশ নেয়। এছাড়াও বই ও বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে আকিমুদ্দিন গ্রন্থাগার। সকাল ১০টায় বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথি ও বিচারকরা স্টলগুলো পরিদর্শন করে উচ্ছসিত প্রশংসা করেন। স্টলগুলোতে অনুসন্ধিৎসু শিক্ষার্থীদেরও ছিল উপচেপড়া ভীড়। বিভিন্ন বিদ্যালয়গুলোর স্টলে ছিল বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প। এরমধ্যে ছিল চোর ধরার ডিজিটাল যন্ত্র, ডিজিটাল গার্ড, লেজার সিকিউরিটি, বিকল্প মোবাইল চার্জার, প্রাকৃতিক ফ্রিজ, কচি আমের পাতা দিয়ে মশা নিধন, বাঁকা রাস্তায় নিরাপদ সড়ক, ফল দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও মোবাইল চার্জ প্রভৃতি। বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে চরমোহনপুর উচ্চ বিদ্যালয় ১০টি, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় ৩টি, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় ৪টি, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় ৬টি, হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয় ২টি, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ২টি, আলীনগর উচ্চ বিদ্যালয় ১টি, শংকরবাটী উচ্চ বিদ্যালয় ১টি, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় ৫টি, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ৩টি, কালিনগর উচ্চ বিদ্যালয় ১৪টি প্রকল্প প্রজেক্ট নিয়ে অংশ নেয় বিজ্ঞান উৎসবে।