রংপুর প্রতিনিধি॥
জাতীয়পার্টি হারাগাছ ইউনিয়ন শাখার আয়োজনে মঙ্গলবার রাতে খানসামাহাট কমিউনিটি সেন্টারে জাপা সভাপতি নুরুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের পরিচালক জাপা নেতা ও কাউনিয়া-পীরগাছা এলাকার এমপি মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব সিরাজুল ইসলাম ভরসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ পৌর জাপা সভাপতি সেরেকুল ইসলাম,সাবেক চেয়ারম্যান জাপানেতা আবুল হাসান,কাউনিয়া উপজেলা জাপা যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল,জাতীয় যুব সংহতির হারাগাছ ইউনিয়ন শাখার সভাপতি শাহ মোঃ আবু সালেক। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপানেতা আজিজুল ইসলাম, আঃ খালেক, তাজরুল ইসলাম, যুবসংহতি নেতা হামিদুল ইসলাম, ছাত্র সমাজের ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। বক্তরারা বলেন কাউনিয়া-পীরগাছায় কোন অতিথি পাখি, মৌসুমী পাখি, দলত্যাগি কোন নেতা কে আর এমপি নয়। যারা জনগণ ও দলীয় মানুষের সাথে নিবির ভাবে কাজ করবে তাদের এমপি হিসেবে দেখতে চাই।