নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে যুক্তরাষ্ট্রের সদর দপ্তরে জাতিসংঘের সামনে বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনেরর উদ্দোগে বিক্ষোভ মিছিল অব্যাহত আছে।গত ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়াকে জিয়া অর্ফানেজ ট্রাষ্ট মামলায় ৫ বছরের সাজা দেয়ার পর থেকে সেখানকার বিএনপি ও সহযোগী সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো খালেদা জিয়ার মিথ্যা মামলার সাজা বাতিল ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে ঐক্যবদ্ধ ভাবে ব্যাপক বিক্ষোভ মিছিল সমাবেশ করে আসছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি (ইউ এস এ) জাহাঙ্গীর এম আলম জানান,তিনবারের নির্বাচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকার অবৈধ রায়ের মাধ্যমে তাকে কারাগারে আটকে রেখে একতরফা নির্বাচনের জন্য পাঁয়তারা চালাচ্ছে। আমরা এই কালো রায় মানিনা। অবিলম্বে খালেদা জিয়ার মিথ্যা মামলার সাজা বাতিল ও তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তিনি জানান, রায় ঘোষনার পর থেকে হাজার হাজার বাংলাদেশের প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তি না হবে ততদিন সংগ্রাম চালিয়ে যাব।