রংপুর প্রতিনিধি॥
সুইড বাংলাদেশে ২০টি শাখা বৃহত্তর রংপুরে উদ্বোধন করা হয় । গতকাল শনিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
প্রতিবন্ধীদের জনগোষ্ঠী নিয়ে কাজ করার স্বেচ্ছাসেবী সংগঠন সুইড বাংলাদেশ এর উদ্যোগে রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় ২০টি সুইড বাংলাদেশ শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে রংপুর জেলায় ১৩টি এবং লালমনিরহাট জেলায় ৭টি শাখা রয়েছে।
রংপুরের পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর, কাউনিয়া, গঙ্গাচড়া এবং হারাগাছে মোট ১৩টি শাখা আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইড বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন। সুইড বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সুশান্ত ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: আবু মারুফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান দুলাল ও রংপুরের হারাগাছ পৌরসভার মেয়র মো: হাকিবুর রহমান।
অপরদিকে, শুক্রবার লালমনিরহাট জেলায় তিন বিঘা করিডোর সহ আদিতমারী, হাতিবন্ধা ও পাটগ্রাম উপজেলায় ৭টি সুইড বাংলাদেশের শাখা আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইড বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব সুশান্ত ভৌমিক। পৃথক পৃথক অনুষ্ঠানে এসব শাখা উদ্বোধন করেন তিনি । এ সময় তার সাথে ছিলেন সুইড স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক সোহেল রানা এবং মীরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল আবেদীন।