বাগেরহাট প্রতিনিধি॥
অধ্যক্ষের অপসারণের দাবিতে এবার রাস্তায় নেমেছে মেরিন টেকনোলজীর সকল শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচীতে দূর্নীতিবাজ অধ্যাক্ষ মোঃ সিরাজুল ইসলামের অপসারণ না হওয়া পর্যন্ত্য কোন শিক্ষার্থী আর ক্লাশ করবে না বলেও ঘোষনা দিয়েছে। শনিবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে ২শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচী পালনকালে বলেছে শিক্ষার্থীরা।। এসময় শিক্ষার্থী মাহমুদ শিমুল, খালিদ হাসান বাপ্পি, আবু নোমান বলেন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা না করে কোন কারণ ছাড়াই ইনস্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা সহ আমাদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে। এর পূর্বে ২২ অক্টোবর ২০১৭ সালে ১ম দফায় ডঃ ইঞ্জিনিয়ার মো,সিরাজুলের বিরুদ্ধে অনিয়ম- দূর্নীতির অভিযোগ উঠলে সেটা অদৃশ্য শক্তিবলে ঢাকা পড়ে যায়। এর পর থেকে খেয়াল খুশি মত একের পর এক অণ্যায় অনিয়ম করে আসছে।যেমন ক্যাম্পাসের মধ্যে অকারণে ছাত্রদের কান ধরে উটবস করানো সহ মাঠে ঘোরানো, ছাত্র ভতির্র সময় মসজিদ বাবদ অতিরিক্ত টাকা নেওয়া, অথচ প্রতিষ্ঠানে কোন মসজিদ নাই।পাচক, পরিচ্ছন্ন কর্মিও পদ আছে লোক নাই, তবু আমাদের কাছ থেকে এ বাবদ টাকা নেওয়া হয় আবার কাজ গুলি করি আমরা। গত ১২ জানুয়ারী ৩য় দফায় ওই একই কারনে অধ্যক্ষের অপসারণ চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছি। কর্তৃপক্ষ কারণ ছাড়াই ইনস্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করায় এখন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুকির মধ্যে পড়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে মেরিন টেকনোলজীর খুলে দেয়াসহ তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের অপসারনের দাবী জানান।মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থী, উম্মেকুলসুম,মিতু সরকার,মারুফা আকতার,আব্দুল্লাহ সবুজ, শহিদুল ইসলাম রাতুল, প্রান্ত চন্দ্র, আশিক মল্লিক প্রমুখ।