ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে ষাড় গরুর আঘাতে মোঃ আব্দুল হামিদ(৫৬) নামে এক রাজ মিস্ত্রির মৃত্য হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৮ ফের্রুয়ারী) বেলা ৩ঘটিকার সময় কাঠালিয়া নুর ইসলামের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদের বাড়ী ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত কহিনুর ইসলামের ছেলে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানাযায় পাশের বাড়ীর নুর ইসলামের গুড়াঘর থেকে তার ষাড়গরুটি দড়ি ছিরে বিভিন্ন জায়গায় এলোপাথারী ভাবে ভাংচুর করছিল। কিন্তু সেই সময় নুর ইসলাম বাড়ীতে কোন লোকজন ছিলেন না। সেই জন্য মোঃ আব্দুল হামিদ সেই গরুটিকে ধরতে গেলে ষাড়গরুটি সজোড়ে আঘাত করলে আব্দুল হামিদ আহত হয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারাযান। এই ব্যাপারে এলাকার মেম্বারসহ গণ্যম্যান লোকজন বসে সুরাহা করে লাশ দাপনের ব্যবস্থা করে।