বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি চ্যালেঞ্জ ১৬দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা তাঁতীলীগের আয়োজনে শনিবার রাতে শহরের মেগনীতলা এলাকায় এ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তুষার ও রাজু জুটিবদ্ধ ভাবে খেলে ২-০ সেটে সদর উপজেলার হুমাউন ও মামুনকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ার মানি নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। টুর্ণামেন্টের রানার্সআপ হুমাউন ও মামুন জুটি পায় ১০ হাজার টাকা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল বাকি তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম মুকুল, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাগীর হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্টে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন। খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত শুক্রবার রাতে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা। সে সময় বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ বাকি তালুকদার এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন