বাগেরহাট প্রতিনিধি॥
আগামী ৩মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে বাগেরহাট জেলা ট্রাক, ট্রাংকলরী, কাভারভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি।জেলা ট্রাক, ট্রাংকলরী, কাভারভ্যান মালিক সমিতির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নুরুল হক লিপন, শ্রমিক নেতা শফিকুর রহমান খান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, যুগ্ন সম্পাদক মনিরুল হক এ্যাপোলো, সিনিয়র সহ-সভাপতি শেখ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া হাওলাদার, শ্রমিক নেতা সরোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, খুলনার সার্কিট হাউজ মাঠে জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে শ্রমিক ও মালিক সমিতির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী শুক্রবার সকল সংগঠনের সমন্বয়ে প্রস্তুতি মূলক সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।