বাগেরহাট প্রতিনিধি॥
ফকিরহাটে তৃণমুলে খাদ্য নিরাপত্তা বিধান ও চাষীদের নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে ভ্রাম্যমান কৃষি সেবা কর্মসূচী চালু করেছে কৃষি বিভাগ। রবিবার সকালে বেতাগার মাসকাটা প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে স্থানীয় শতাধিক চাষীদের নিয়ে এ সেবা কর্মসুচি পালিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন স্থানীয় চাষীদের কৃষি সেবা সম্পর্কিত মোবাইল এ্যাপস্রে ব্যবহার, জৈবিক পদ্ধতিতে পোকা দমনে পাচির্ং পদ্ধতি, নারিকেলের মাকড় দমন, আম কাঠাল ও লিচুর মুকুলের সুরক্ষার পরামর্শসহ স্বাস্থ্য সম্মত উপায়ে অধিক ফসল উৎপাদন, সংরক্ষন ও বিপননের সকল কলাকৌশল সম্পর্কে পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বপন দাশ, বেতাগা ইউপির কৃষি সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ইউনুস আলী শেখ, অধ্যক্ষ বটু গোপাল দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলায়মান আলী ও প্রদীপ কুমারসহ স্থানীয় কৃষক কৃষানী প্রমুখ।