চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ইতোপূর্বে বিপুল পরিমান ভারতীয় জাল রুপি উদ্ধার সহ অসংখ্য জালনোট ব্যবসায়ী/চোরাকারবারীদের গ্রেফতার করেছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর একপর্যায়ে অদ্য ১৮/০২/২০১৮ ইং তারিখ রাত্রী আনুমানিক ১৯:৩০ ঘটিকায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক কোম্পানী কমান্ডার এর নের্তৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাতরশিয়া গ্রামস্থ জনৈক একরামুল ইসলাম, পিতা-মৃত ভাদু এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে জনৈক মৃত সাধু মাস্টার এর আমবাগানের ভিতর সুকৌশলে অভিযান পরিচালনা করে বিশিষ্ট জালনোট ব্যবসায়ী ও চোরাকারবারী ১। মোঃ উজ্জল (২৮), ২। মোঃ সুজাল (২৪), উভয় পিতা-মৃত মাইনুল ইসলাম @ ডিবু, সাং-মনাকষা হাউসনগর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে (১) ভারতীয় জাল রুপি-৭,০৮,০০০ (সাত লক্ষ আট হাজার) রুপি, (২) মোবাইল সেট-০১ টি এবং (৩) সীম কার্ড-০২ টি সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ সংক্রান্তে তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা ভারতীয় জাল রুপি সহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত।এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।