রংপুর প্রতিনিধি॥
বাংলাদেশে নিরাপদ পোল্ট্রি মাংশ ও ডিম উৎপাদনের লক্ষ্যে খামারীদের জন্য নিরাপদ হাঁস-মুরগির খাবার নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রংপুর প্রাণিসম্পদ মিলায়তনে কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন মার্কেট থেকে ২৫ জন পোল্ট্রি ফিড ডিলার/ব্যবসায়ী অংশগ্রহনে নিরাপদ পশুখাদ্য বলতে কি বুঝায় এবং পশুখাদ্য আই ও বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় ডিলার/ব্যবসায়ীদের বিভিন্ন বিধিমালা মেনে ব্যবসা করার জন্য বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হয় যা নিরাপদ পোল্ট্রি খাদ্য নিশ্চিতকরণে সহায়ক হবে এবং নিরাপদ পোল্ট্রি মাংশ ও ডিম উৎপাদনে ভুমিকা রাখবে। কর্মশালায় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহাবুবুল আলম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,মো: সরোয়ার হোসেন প্রমূখ । এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাব এর প্রকল্প কর্মকর্তা মো: মোস্তফা কামাল।