চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ, অদ্য ২১/০২/২০১৮ ইং তারিখ র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নতুন আলীডাঙ্গা গ্রামস্থ কারবালা টু তক্তিপুর শ্মশানঘাটগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক রইস উদ্দিন, পিতা-মৃত আলা হাজী এর আম বাগানের ভিতর দক্ষিণ-পশ্চিম কোণে জনৈক মোঃ কালু, পিতা-মৃত হাসুমদ্দিন এর বাড়ীর পশ্চিম পার্শ্বে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদক সর্বনাশা ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ী’কে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল আনুমানিক ১৭:৪৫ ঘটিকায় সুকৌশলে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে (ক) ৩৮৮০ (তিন হাজার আটশত আশি) পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট (মূল্য প্রায় ১১ লক্ষ ৬৪ হাজার টাকা), (খ) মোবাইল ফোন-০১ টি, (খ) সিম কার্ড-০১ টি, (গ) মাদক বিক্রয়লব্ধ নগদ-১০,০০০/-টাকা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল জলিল (২৬), পিতা-মোঃ রজবুল হক, স্থায়ী সাং-চরপাকা দশরশিয়া (বর্তমান সাং-তক্তিপুর গরুরহাট), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।