চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়ে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১২টার দিকে। জানা গেছে, বাতেন খাঁর মোড়ে বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকান্ড ঘটলে চাঁদ রেফ্রিজারেশন এন্ড মেশিনারীজ হার্ডওয়ারের দোকানের সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত হয়এবং চাঁদ রেফ্রিজারেশন এন্ড মেশিনারীজ হার্ডওয়ারের দোকানের মালিক কান্নায় ভেঙ্গে পড়ে,রিয়া ইলেক্ট্রিক ও রিয়া কনফেক্শনারী দুই ভাই মুরাদ ও আজমের দোকানের সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত হয়,সেই সাথে প্রত্যাশা ফটোকপির দোকান,ফরাদ ইলেক্টিক এন্ড বিকাশের দোকান,বাসির অটো দোকানসহ ৬টি দোকানে আগুন লেগে যায়।জানা যায় ডাঃমহিউদ্দীনেরই ৬টি দোকানসহ নিজ বাড়ির একটি ঘরে প্রায় ৬ থেকে ৭ লক্ষ নগদ টাকাসহ মালামাল পুড়ে ভস্মিভূত হয়।পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু দোকানগুলোর প্রায় সমস্ত মালামাল ভস্মিভূত হয়। এতে ৬টি দোকানের প্রায় ২০লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফ্যায়ার সার্ভিস কর্মী আমিনুল এহসান জানান, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আলামত দেখে ধারণা করা হচ্ছে।