বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনসমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন। অন্যানের মধ্যে কক্তব্য দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ বাকী তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, সহ সাধারন সম্পাদক আজমল হোসেন, বাংলাভিশনের প্রতিনিধি মোল্লা মাসুদুল হক প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন শ্রেনী পেশাজীবীর নেতৃবৃন্দ অংশ নেন।