চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে বে-সরকারী সাটেলাইট টিভি বাংলা ভিশনের শুভ জন্ম দিন পালিত হয়েছে। এ চ্যানেল টি দর্শকদের চাহিদা অনুযায়ী নানান অনুষ্ঠান প্রচার সহ সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরে এক যুগ পেরিয়ে ১৩ বছরে পর্দাপণ করায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।পাশা-পাশি বস্তুনিষ্ঠ্য সংবাদ পরিবেশনের আহবান জানান। জন্মদিন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১ টায় সাধারণ পাঠাগারের সামনে হতে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়ে সংক্ষিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোসাঃ সুলতানা রাজিয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান ফারুক মাসুম, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক,মোঃ এনামুল হক তুফান, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি মোঃ সাখাওয়াত জামিল দোলন,বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও চাঁপাই দৃষ্টির নির্বাহী সম্পাদক মোঃ রফিকুল আলম, সময় টেলিভিশনের সাংবাদিক এম এ মাহবুব,বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ নাদিম হোসেন,সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমুখ। আলোচনা শেষে জেলা প্রতিনিধি মোঃ সাখাওয়াত জামিল দোলন গণমাধ্যম কর্মীদের নিয়ে কেক কাটেন।